আজ ভোরে এন আই এ কেরালার এর্নাকুলাম থেকে তিন জন এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ছয় জন আল-কায়েদা পাকিস্তানের সাথে সম্পর্কিত মোট নয় সন্ত্রাসবাদী কে গ্রেপ্তার করে।
আল-কায়েদা কর্মীদের একটি আন্তঃরাষ্ট্রীয় মডিউল সম্পর্কে পশ্চিমবঙ্গ ও কেরল সহ ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালায়, এই দলটি নিরপরাধ মানুষকে হত্যা এবং সন্ত্রাসবাদ চালানোর লক্ষ্যে ভারতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করেছিল।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডিজিটাল ডিভাইস, ডকুমেন্টস, জিহাদি বই, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, স্থানীয়ভাবে বানোয়াট বডি বর্ম, বিস্ফোরক যন্ত্র তৈরিতে ব্যবহৃত সামগ্রী ও প্রচুর পরিমাণে সংঘাতমূলক পদার্থ পাওয়া যায়।
কেরল থেকে গ্রেপ্তার আসামিরা মুর্শিদ হাসান, আইয়াকুব বিশ্বাস, মোসারাফ হোসেন। মুর্শিদাবাদ থেকে গ্ৰেপ্তার নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মন্ডল,
লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিতুর রহমান।



