আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে এবং আলিপুরদুয়ার টাউন ক্লাব এর সহযোগিতায় আলিপুরদুয়ার টাউন ক্লাব মাঠে এই খেলা শুরু হল।
প্রথম দিনের প্রথম খেলায় অংশ নেয় বানারহাট তরুণ সংঘ ক্রিকেট একাডেমি এবং রেইনবো ক্রিকেট একাডেমি। দ্বিতীয় খেলায় অংশ নেয় জলপাইগুড়ির রায়কত পারা ক্রিকেট কোচিং সেন্টার এবং বিবি মেমোরিয়াল সানরাইজ ক্রিকেট একাডেমি ।

পাশাপাশি এদিন ডুয়ার্স ক্রিকেট একাডেমির 21 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাডেমি চত্বরে কেক কাটা হয়।




উপস্থিত ছিলেন ডুয়ার্স ক্রিকেট একাডেমির সম্পাদক বিদ্যুৎ রায়, প্রাক্তন রঞ্জি খেলোয়াড় সত্য সরকার,দীপক ভট্টাচার্য্য, সোম সংকর দত্ত, প্রসেনজিত দে,উৎপল সরকার এবং অনেকে।




আগামী 24 শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।