garulia municipality

ইট চুরির অভিযোগ উঠলো উত্তর ২৪ পরগণা জেলার গারুলিয়ার ৮নং ওয়ার্ডের।

মুর্শিদাবাদের ডোমকলে কিশোরিকে গলাই ফাঁস দিয়ে খুনের অভিযোগ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং বলেন, গারুলিয়ার তৃণমূল চেয়ারম্যান সঞ্জয় সিং-এর মদতেই দিনের পর দিন গঙ্গার ঘাট তৈরীর জন্য আনা পূর্ত দপ্তরের ইট চুরির করছেন ৮নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম চৌধুরী।

 

তবে এবিষয়ে চেয়ারম্যান সঞ্জয় সিং-এর পাল্টা অভিযোগ, এইরকম ঘটনা হয়ে থাকলে তারা কেন পুরো বিষয়টা তাদের জানাননি।

এবিষয়ে এসডিও-র কাছে চিঠি দেবেন, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here