একুশে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ব্যাপক তৎপরতা জেলা জুড়ে। দফায় দফায় সভাস্থল খতিয়ে দেখছেন জেলা পুলিশ প্রশাসন থেকে তৃণমূল নেতাকর্মীরা ।

আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে জেলা জুড়ে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সভাস্থলে।




আগামীকাল তৃণমূলের এই জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী আকাশ পথে সভাস্থলে এসে পৌঁছাবেন।




সভা শেষে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করবেন বলে খবর। বুধবার দুপুরে পুরুলিয়া ছেড়ে যাওয়ার কথা তাঁর।
যাওয়ার আগে তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের সভা গৃহ থেকে কয়েকটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।