নিজস্ব সংবাদদাতা: উত্তর 24 পরগনা জেলার বারাসাতের বারাসাত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে দেয়াল লেখা কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
শুক্রবার সকালে বারাসাত পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের রেডিয়াল গ্রাউন্ড রোডে একটি দেওয়াল লিখন করতে যায় বিজেপি সমর্থকরা।
সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের ওপর এ হামলা চালায় বলে অভিযোগ। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন।
এরপর বিজেপি কর্মীরা বারাসাত থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে।
যদিও এই হামলার ঘটনা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি বিজেপির কিছু অতি উৎসাহিত কর্মীরা তৃণমূল কংগ্রেসের দেয়াল দখল করতে যায়।
সেই সময় তাদের সাথে বচসা হয়। স্থানীয় মানুষ বিজেপির কর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেয়।