২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ফিরিয়ে আনার জন্য যুব তৃণমূলের উদ্যোগে বারাসত শহরে বাইক র্যালি।তৃতীয় বারের জন্য আবারও মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনতেই এই প্রচার,মিছিলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষনা মত প্রতিদিনই একাধিক কর্মসূচি পালন করে চলেছে জেলা নেতৃত্ব। এই ব্যাইক র্যালিতে নেতৃত্ব বারাসত পৌরসভার পৌর প্রশাসক সুনিল মুখার্জি মহাশয়, নারায়ন গোস্বামী মহাশয় সহ বারাসাত শহর যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি দেবাশীষ মিত্র(বড়কা)সহ স্থানীয় নেতৃত্ব|




গোটা মিছিলটি পরিচালনায় বারাসত শহর তৃণমূল যুব কংগ্রেস।মিছিলে শুরুতেই ব্যানারে উল্লেখ করা হয়েছে মা গো তোমার চরণ তলে প্রানটা দিতেও রাজি,যে কোন মূল্যে রুখব বাংলা আর দুষ্টের কারসাজি।




মিছিল বারাসত বিদ্যাসাগর ক্রিড়াঙ্গন থেকে শুরু হয়ে টাকি রোড পরিক্রমা করে বারাসত চাঁপাডালি হয়ে কলোনির মোর ঘুড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ময়না পুলিশ সুপার অফিসের সামনে গিয়ে শেষ হবে।



