কারণ যে তৃণমূল একসময় মুসলিম মহিলাদের তিন তালাক বিলের বিরোধিতা করেছিল, তারাই এখন ত্রিশ পার্সেন্ট ভোটের জন্য মাঠে নেমেছে। আমাদের ত্রিশ পার্সেন্ট নিয়ে মাথা ব্যাথা নেই। আগামী ভোটে ওয়েসী, কুরেশি, খান, সিদ্দিকী সরকার গড়বে না, সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। আর ওয়েশি যদি কারো সাথে সমঝোতা করে এ রাজ্যে ভোটে লড়ে তাতে আপত্তি নেই।

আজ পুরুলিয়ায় “আর নয় অসুরক্ষা’ দলীয় মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েসি প্রসঙ্গে এমনই মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টপাধ্যায় এর।
এছাড়াও তিনি বলেন, ‘তৃণমূল কয়লা চোর,গরু চোর দের দল। এইসব বড়ো বড়ো চোরদের সিবিআই ধরবেই। সিবিআই তদন্তকারী দল কালীঘাট পর্যন্ত পৌঁছাবে। রাজ্য সরকারের দুয়ারে সরকার কিংবা বঙ্গ ধ্বনীর কোন প্রভাব নেই রাজ্যবাসীর মনে। তার মন্তব্য দুয়ারে সব চোরদের সরকার। মানুষ দরজা বন্ধ করে দিয়েছে।’