সিপিএমের আমলের মস্তান,তৃণমূল থেকে এবার বিজেপি তে ভীড়ছে।বাংলায় চোরেদের রাজনৈতিক ধর্ম পরিবর্তন হচ্ছে বলে ভাঙড়ে জনসভা থেকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।তিনি বলেন, “লাল চোর, নীল চোর থেকে এবার গেরুয়া চোরে পরিনত হয়েছে মস্তানরা।”

শনিবার ভাঙড়ের কাঁঠালিয়াতে দক্ষিণ ২৪ পরগনা কংগ্রেসের ডাকে একটি জনসভা অনুষ্ঠিত হয়।সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে তৃণমূল বিজেপি কে এক যোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।এদিন তিনি বলেন,”কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিজেপির এ রাজ্য উত্থান হয়নি।




এই অগ্নিকর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি এ রাজ্যে প্রবেশ করেছে।”তিনি আরও বলেন, “এই বিজেপি পার্টি কে নির্বাচনী আঁতাত করে বাংলায় নিয়ে এসেছে মমতা।”তিনি জানান,”ভারতবর্ষের ইতিহাস বলছে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে এক মাত্র কংগ্রেস।”




তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা তুলে ধরে বলেন, “বিভাজনের রাজনীতি আনলে সমাজ দূর্বল হয়ে যাবে।এ দেশের স্বাধীনতা জয় শ্রীরাম বলে আসেনি।ভারতবাসী রক্ত ঝরিয়ে নিয়ে এসেছে বলে হিন্দু ভাইয়েদের বিজেপির চক্রে না পড়ার আহব্বান করেন অধীর।




তিনি বলেন,”নাগরিকত্বের অধীকার দিয়েছে ভারতীয় সংবিধান।বিজেপি বা কংগ্রেস কেউ কেড়ে নিতে পারবে না।”অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও কংগ্রেস নেতা ঋজু ঘোষাল, দক্ষিণ২৪ পরগনার জেলা কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস সহ ভাঙড়ের কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।