মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে মধ্যমগ্রাম পৌরসভায় সাংবাদিক বৈঠকে উত্তর 24 পরগনা জেলার দুই মুখপাত্র রথীন ঘোষ ও সুনীল মুখার্জী মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক রথীন ঘোষ বলেন,
জেলায় 199 গ্রাম পঞ্চায়েত, 25:টি মিউনিসিপ্যালিটি, আর একটা কর্পোরেশন. জেলাজুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কর্মসূচির ডাক দিয়েছেন, যে এতদিন মানুষকে সরকারের কাছে যেতে হতো, এখন মানুষকে আর সরকারের কাছে না গিয়ে, সরকারি মানুষের কাছে আসছে. চার দফায় এই কর্মসূচি হবে.
এগারোটি প্রকল্পের যার যা প্রয়োজন সেখানে মানুষ আপিল করবে. প্রথম দিন যারা আবেদন করবেন দ্বিতীয় দিন তার আবেদনপত্রের সুবিধা পেয়ে যাবে, আবার দ্বিতীয় দিনেও আবেদন করা যাবে, সেটার আবার তৃতীয় দিন আবেদনপত্র সুবিধা পাওয়া যাবে.
এই কর্মসূচি যেটা শুরু হয়েছে সেটার ব্যাপ্তিটা অনেক বড়. এই কর্মসূচির মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে একটা সাড়া আছে. বিশেষ করে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়ার সাড়া বেশি রয়েছে। এই কর্মসূচি বিষয়ে রথীন ঘোষ আর কি কি বললেন শুনে নেব