গান্ধীজির হত্যা কারিদের বিরুদ্ধে ,ধৰ্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করা হয় ইটাহারে।
এদিন ইটাহার ব্লক বামফ্রন্ট কমিটির তরফে ইটাহার শহরে ধিক্কার মিছিল বের করা হয় কর্মী সমর্থকদের নিয়ে| পাশাপাশি চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় সরকের ধারে পথ সভা করেন সংগঠনের তরফে|
সেখানেই বক্তব্য রাখেন সিপিএম নেতা হবিবুর রহমান,আর,এসপি পাটির নেতৃত্ব আনন্দ বিহারী বসাক সিপিআই নেতৃত্ব মাইনুল হক সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।