কাল আউশগ্রাম এক ব্লকে সভার পর আজ আউশগ্রাম দুই ব্লকে সভা করেন তিনি। স্থানীয় গেঁড়াই ফুটবল ময়দানে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অনাবৃত।

তিনি বলেন, বিজেপিকে মানুষ বিশ্বাস করে না। বিজেপি মানুষের জন্য কোনও কাজ করে না। সোনার ভারত গড়ব বলে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদি বড়লোকের দালাল।
একের পর এক কয়লাখনি বিক্রি করছে। ২০১৪-য় বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, বছরে ২ কোটি বেকারের চাকরি দেব। মোদি মানুষকে ভালবাসেন না, দেশকে ভালবাসেন না।




মোদিকে তোপ দেগে অনুব্রত এদিন বলেন, গত ৮ বছরে দেশের জন্য কী করেছেন একবার বলুন। আবার বলছেন সোনার বাংলা তৈরি করবেন। কেন সোনার গুজরাট, মধ্যপ্রদেশ তৈরি করতে পারছেন না?




বিজেপি ভুল বোঝাতে চেষ্টা করবে, কিন্তু মমতাকে ছাড়বেন না। মমতার হাত ছাড়লে বাংলার ক্ষতি হবে। কালকের মতো অনুব্রতর আজকের সভায়ও তৃণমূল কর্মী সমকর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।