ঠাকুরনগরে অমিত শাহের সভাস্থল পরিদর্শনে এলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, মঞ্চ তৈরি ও হেলিপ্যাড তৈরীর কাজ খতিয়ে দেখলেন ।
আগামী ৩০ শে জানুয়ারী ঠাকুরনগরে সভা করতে আসছে অমিত শাহ আর সভার প্রস্তুতি চলছে জোরকদমে।
বুধবার দুপুরে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঠাকুর বাড়িতে এসে শান্তুনু ঠাকুরকে সঙ্গে নিয়ে সভা স্থল ও হেলিপ্যাড তৈরির কাজ পরিদর্শন করেন ও শান্তুনু ঠাকুরের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন।
এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, অমিত এসেছেন জেলার সঙ্গে সম্পর্ক গড়তে। কত লোক হবে।
সিকিউরিটি ব্যবস্থা কোথায় দেখলেন। আমাদের ধারণা দু’লক্ষের বেশি লোক হবে।
যদিও অমিত শাহ সভা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তাকে দেখার জন্য লোক হতেই পারে।
কিন্তু সিএএ নিয়ে কোনো পরিষ্কার ধারণা তিনি দিতে পারবেন না। মতুয়া মহা সংঘের মুল দাবি নিসর্ত নাগরিকয়ত্ব। সেইটা নিয়ে তিনি বলুক।