আজ সল্টলেকের এক নাম্বার গেট থেকে বিজেপি নেতা সব্যসাচী দত্তের নেতৃত্বে কয়েক হাজার কর্মীদের নিয়ে “”””আর নয় অন্যায়””” কর্মসূচি সরকারের মিথ্যাচারের প্রতিবাদ এবং পুলিশ এর অত্যাচারের বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করা হয়।





বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সভা করা হয়। গোটা বাইপাস ধরে এই মিছিল বেঙ্গল ক্যামিকেল হয়ে বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে শেষ হয়।