শুভেন্দু তৃণমূলেই আছে। বিজেপির সমর্থকদের উচ্ছ্বাস ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত এক নয়। শুভেন্দু তৃণমূল ছাড়লে তবে ওর বিষয়ে ভাববে বিজেপি। তবে শুভেন্দু আসলে বিজেপির লাভ হবে ইর সঙ্গে ভোটব্যাংক রয়েছে। অধিকারী পরিবারের সংগে আমার সুসম্পর্ক রয়েছে। ওরা চাইলে কথা হবে। আজ সল্টলেকে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়।
এপ্রসঙ্গে তিনি আরো বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচুর মানুষের সমর্থন রয়েছে। বাংলার রাজনীতিতে শুভেন্দু একটা বড় নাম। ও গণআন্দোলবের ফসল। স্বাভাবিকভাবে ও দলে আসলে বিজেপি উপকৃত হবে। প্রসঙ্গত গতকাল রাতে কলকাতায় শুভেন্দু অধিকারী সৌগত রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। এই বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে মনোমালিন্য সমাপ্ত হয়েছে এবং শুভেন্দু অধিকারী দলের কাজ করবেন বলে জানান সৌগত রায়। সূত্রের খবর আজ প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী সৌগত রায় জানিয়ে দেন গতকালের বৈঠকের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন তিনি জানতেন না এবং তাতে তিনি ক্ষুব্ধ হয়েছেন। একসঙ্গে কাজ করা মুশকিল। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুলবাবু বলেন আমি জানিনা কার সঙ্গে কি কথা হয়েছে। তবে বয়স হয়ে গেলে মানুষ ভুলে যায়। সৌগত দাও হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছেন”।