দক্ষিণ 24 পরগনা : ভয় পাবেন না নিজেদের বাঁচতে সামলানোর অস্ত্র নিজেদের কাছে রাখুন। আজ প্রকাশ্য জনসভায় থেকে দলীয় কর্মীদের এমন বার্তা দেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
যেখানে আজ দক্ষিণ 24 পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাগর বিধানসভার কয়লাঘাটা জনসভার আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।




সৌমিত্র খাঁ বলেন দক্ষিণ 24 পরগনার মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনা। বিজেপির পক্ষ থেকে এটাই প্রথম লড়াই হবে। সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় নিজের ভোট নিজে দিতে পারে। এবং গঙ্গাসাগর কে বন্দরে ব্যবস্থা করা হবে। যাতে সাগরে মানুষ খুব উপকৃত হয়। গঙ্গাসাগর কে বিশ্বের কাছে তুলে ধরতে আরো উন্নয়ন দরকার গঙ্গাসাগরের।




তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না তৃণমূল নেত্রী’ নিজেই দুর্নীতিগ্রস্ত তার ভাইপো বড় চোর সে কি করে বলে কথা।