বনগাঁ: বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেবকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ।
মনস্পতি বাবুর দাবি তাকে বুধবার বিকেলে তাকে ক্রেন চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয়। তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিকেলে নিজের গাড়ি চেপে গাইঘাটা থেকে বনগাঁ জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি। যশোর রোডের ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়।

উল্টো দিক থেকে দ্রুতগতিতে একটি ক্রেন এসে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে৷
গাড়ি চালক রাস্তা থেকে গাড়িটি দ্রুত নামিয়ে দেয়।
বনস্পতি বাবু বলেন ” ক্রেন আমার গাড়িকে ধাক্কা মারার উদ্দেশ্য নিয়ে এসেছিল ” তৃণমূলের দুষ্কৃতিরা এই ঘটনা ঘটাতে পারে।
পুলিশ ক্রেন সহ চালককে আটক করেছেI চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।