আজ সকালে বিধাননগর পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের মহিষবাথানে চা চক্রে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
শুভেন্দু অধিকারী নিয়ে তিনি বলেন, অধিকারী বাবু এখনো টিএমসির মেম্বার আছেন। উনি পার্টি ছাড়ছেন বোঝা যাচ্ছে। কিন্তু বিজেপিতে জয়েন করছেন বা করবেন সেটা এখনো নিশ্চিত নয়।
আমার সঙ্গে কথা হয়নি। আমরা দরজা খুলে রেখেছি। তার মতো লড়াকু নেতাকে লাগবে বাংলার পরিবর্তন করার জন্য উন্নয়নের জন্য।
বিজেপিকে চম্বলের ডাকাত বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন….
কে ডাকাত তা পশ্চিমবঙ্গের লোক বুঝে গেছেন। উনি ডাকাতি লুট করে পশ্চিমবঙ্গকে ভিখারি করে দিয়েছেন। তাই সাধারণ মানুষ তার জবাব দেবেন।
উনি সার্টিফিকেট দিলে মানবেন না সবাই। উনি বলতেন টিএমসি পবিত্র। ভালো। তা টিএমসি ছেড়ে নেতা মন্ত্রী এমএলএ এমপিরা ছেড়ে চলে যাচ্ছেন কেন। দিদিমণি আজকাল কি বলছেন তার মাথামুন্ডু নেই।
পার্থ চ্যাটার্জি বলেছেন ভোটের আগে বিজেপি চমক দিচ্ছে। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন…..
নির্বাচনের আগেও হবে। নির্বাচনের পরেও হবে। চমক দেখতে থাকুন। ওনাদের দিন শেষ এখন দেখার দিন।
নিজেদের লোককে যদি আটকে রাখতে না পারেন। অন্যদের দোষ দিয়ে কি হবে।
পুর ভোট করা নিয়ে উনি বলেন : ভোট ওরা করবেন না। কোর্ট বলেছে তাই বলতে হয় বলছেন। ভোট করার হলে দেড় বছর ধরে পুরসভা গুলোর ভোট করছেন না কেন।
মানুষ কেন পরিষেবা পারছেন না। আমরা চাই ভোট হোক। পশ্চিমবঙ্গের সব কটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গুলোর ভোট হোক। আমরা প্রস্তুত আছি।