বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি বাসস্ট্যান্ডে পার্শ্বস্থা মাঠে মহান ঈসালে সওয়ার ও দোয়ারে মুসলিম অনুষ্ঠানে দিল পীরজাদা আব্বাস সিদ্দিকি আল কোরাইশী ভাইজান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আগামীকাল বৃহস্পতিবার প্রেসমিট করে দলের নাম ঘোষণা করা হবে।

তবে টিএমসি এবং বিজেপি বাদে অন্য কোন দল জোটে লড়তে চাইলে জোট করা হবে।পাশাপাশি তিনি বলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে একজন শিক্ষিত ভালো হিন্দু ছেলেকে প্রার্থী করার চেষ্টা করা হবে।তবে এদিনের অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতন।