
নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ তরুণী।স্কুটি করে দুজন সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনা ঘটে।বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করে।মৃত যুবকের নাম দিপায়ন মুখার্জি (আইটি কর্মী তথা বরাহ নগর স্পোটিং ক্লাবের ক্রিকেট দলের ক্যাপ্টেন) তরুণীর নাম মেধা পাল (আইটি কর্মী)।তরুণের বাড়ি বরাহ নগর ও তরুণীর বাড়ি বিরাটি তে।তরুণী ব্যাঙ্গালোরে কর্মরত ছিল বলে পরিবার সূত্রে খবর ।লকডাউনের কারণে বাড়িতে এসেছিল।বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছিল।




পুলিশ সূত্রে খবর ,সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনা ঘটে।তড়িঘড়ি পুলিশ এম্বুলেন্স করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই স্কুটির পিছনে একটি লরি আসছিল সেই লরিটি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।দুজন ছিটকে পড়ে।ধাক্কা মারার পর লরিটি পালিয়ে যায়।লরির খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।পরিবারের সূত্রের খবর সামনের বছর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল।প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোত, খাওয়া দাওয়া করতো।সেই মতো গত কালও বেড়ায় খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা।



