মহালয়ার পুর্নলগ্নে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার গাংনাপুর থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত একটি কালী মন্দিরের উদ্বোধন হল।দীর্ঘ বেশ কয়েক বছর থানার ভেতর এই মন্দির স্থাপন হওয়ায় খুশি সাধারন মানুষ।বৃহস্পতিবার রাতে ঘটা করে ওই থানার পুজো মন্ডপে নিয়ম নিসঠা মেনে পুজো অর্চনা করা হয়। আলোকসজ্জায় অপরুপ শোভায় সুসজ্জিত মন্দির প্রাংগন।এর আগে ওই থানায় অনেক পুলিশ অফিসার এসেছেন আবার বদলি হয়ে চলে গেছেন।কিন্তু বর্তমান গাংনাপুর থানার ও সি মুকুন্দ চক্রবর্তী আসার পর থানার বিভিন্ন কাজ কর্ম ছাড়াও তার উদ্যোগে ওই কালী মন্দির নির্মান করা হয়েছে।আজ বিশ্বকর্মা পুজো করা হল সেই মন্দিরে।

মুকুন্দ বাবু আরও জানান একটি আবহে সংক্রমন জাতে বৃদ্ধি না পায় তার জন্য সকলকে আমন্ত্রন জানাতে পারে নি।রাজ্যের এই সংকটময় পরিস্থিতি না থাকলে সস্বেচ্ছাসেবী ব্যাক্তি ও তার প্রচেস্টায় বহু অর্থ ব্যায়ে নির্মিত এই মন্দির।এর আগে তিনি শান্তিপুর থানায় এক্সহিলেন সেখানেও কালী মন্দির স্থাপন করা হয়।শান্তিপুর থানার অনুকরনে গাংনাপুর থানায়ও কালী মন্দির স্থাপন হল।করোনা আবহে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য সকলকে আমন্ত্রণ জানতে পারেনি রাজ্যের এই সংকটময় পরিস্থিতি না থাকলে সকলের আশা যাওয়া অবাধ থাকতো। এছাড়া শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে দুঃস্থ গরীর মানুষদের জামা কাপড় ও প্রসাদ বিতরন করা হয়।মায়ের কাছে পুলিশ কর্তাদের একটাই কামনা এই মহামারির হাত থেকে সকলে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে।