নিজস্ব সংবাদাতা : কালীপূজা প্রস্তুতি শুরু করল পশ্চিম বঙ্গ সরকারের দমকল বিভাগ। অগ্নিকাণ্ডের ভয়াবহতা রুখতে দমকল,১৮ টা সাময়িক ফায়ার স্টেশন তৈরি করল দমকল বিভাগ।

আজ সল্টলেকে দমকল বিভাগের দপ্তর বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে দমকল মন্ত্রী জানালেন বর্তমানে 146 টি দমকল কেন্দ্র আছে। ২০০ দমকল কেন্দ্র তৈরির লক্ষমাত্রা নেওয়া হয়েছে। আপাতত লেকটাউন, তিলকলা পুলিশ স্টেশনে, ট্যাংরা, কালীঘাট, গড়িয়া, টালিগঞ্জ, সেন্ট্রাল এভেন্যু, মানিকতলা, বারাসত, চাপাড়ালি মোড়, নৈহাটি, হাওড়া, রাজারহাট সহ মোট ১৮ টি জায়গায় সাময়িক দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে।




আপাতত 15 টা নতুন দমকল কেন্দ্র হচ্ছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ নির্মীয়মান দমকলকেন্দ্র তৈরি করা হচ্ছে গঙ্গা সাগর, আলিপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা অঞ্চলে।