নিউটাউনের ইকোপার্ক থানা এলাকার ১২ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন গ্রীনভাজের মধ্যে চাপচাপ রক্তের দাগকে ঘিরে চাঞ্চল্য। আজ সকালে চাপচাপ রক্তের দাগ প্রাতঃভ্রমনকারীদের নজরে আসে।

খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রীন ভাজ লাগোয়া আশেপাশে নির্মিয়মান আবাসনের শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়দের দাবি, গভীররাত পর্যন্ত গ্রীন ভাজের মধ্যে জন্মদিনের পার্টি থেকে শুরু করে যুবক যুবতীরা হই হুল্লোড় করে। পুলিশের অনুমান, হয়ত কোনো ঘটনা ওখানে ঘটেছে।
সেটা গতকাল বা তার আগেও হতে পারে। যদিও পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। যে ওখানে কোনো মারামারি বা ঝামেলা হয়েছে বলে। তবে কিভাবে এখানে চাপ চাপ রক্ত এলো সেই নিয়ে ভাবাচ্ছে পুলিশ।
ঘটনাস্থল থেকে কেকের প্যাকেট, ভাঙা মদের বোতল, জন্মদিনের পার্টির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।