ঘটনাটি বারাসাত 10 নম্বর ওয়ার্ডের মা সারদার রোডের একটি দোকানে। মৃতের নাম রাজীব দাস, বয়স ৫০। একজন LIC কর্মী।
স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে দোকান থাকায়, দোকানের শাটার অর্ধেক নামানো ছিল এবং ভিতরে দেহটি ঝুলন্ত অবস্থায় স্থানীয়রাই প্রথম দেখতে পায়।

এরপর বারাসাত থানার খবর দিলে, বারাসাত থানার পুলিশ এসে দেহটি নামিয়ে আনে এবং ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠায়।
এলাকায় একজন ভদ্রলোক হিসেবে পরিচিত রাজীব বাবু। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, লকডাউনের ফলে বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটের মুখে পড়েছিলেন এবং তার জেরেই হয়তো আত্মঘাতী হচ্ছেন রাজিব বাবু।
মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ