সল্টলেকে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম ইন্দ্রদীপ ব্যানার্জি(২৭)।
গতকাল রাতে সল্টলেক নেতাজি আইল্যান্ড এর কাছে এফ ই ব্লকে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে বাইক নিয়ে আইল্যান্ডে ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে।
গুরুতর আহত যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ।
ঘটনাস্থল থেকে যুবকের বাইকটি উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।