ভাটাপাড়ায় ছোট শ্রীরামপুরে সিকান্দার দাস খুনের ঘটনায় গ্রেফতার এক।ধৃতের নাম সুনিল সাউ।
খুনের ঘটনায় মুল অভিযুক্ত মনোজ (মন্নু) সাউ এর সাথে সুনিল খুনের ঘটনায় যুক্ত ছিলো।পুলিশ সুত্রের সিকান্দার দাস খুনের সময় মন্নু কে সাহায্যে করেছিলো সুনিল সাউ।

তবে পুলিশ এখনো সিকান্দার খুনের পিস্তল টি উদ্ধার করতে পারেনি।আর মন্নুর খোজে ভাটাপাড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় খোজ চালাচ্ছে।
আজ ধৃত সুনিল সাউ কে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটাপাড়া থানার পুলিশ।
সুনিলের বিরুদ্ধে সড়াসড়ি খুন এবং বেয়াইনি অস্থ রাখার মামলা রজু করেছে পুলিশ।