গতকাল এনআইএ অফিসে মুর্শিদাবাদ থেকে ধৃত আল-কায়দা জঙ্গিদের এক দফা জিজ্ঞাসাবাদের পর আজ আবার এনআইএ অফিসে আসল কলকাতা এসটিএফ অফিসাররা।

দিল্লি নিয়ে যাওয়ার আগে আরেক দফা জিজ্ঞাসাবাদ করতে এসেছেন কলকাতা এসটিএফ অফিসাররা এমনটাই সূত্রের খবর। এনআইএ সূত্রে খবর, আজ বিকালের বিমানে ধৃত জঙ্গিদের দিল্লি নিয়ে যাওয়া হবে।