কোন দলাদলি নয়। আর রোগির সাথে কোন লড়াই ও নয়, রোগের সাথে লড়াই।এতোদিনে মোবাইলের সেই কলার টিউন রুগীর সাথে লড়াই নয়! রোগের সাথে লড়াই, আজ তা প্রমান করলো। বেলঘড়িয়া কিশোর পল্লি অরোবিন্দ হালদার কে অটো তে করে চিকিৎসার জন্য সাগরদত্ত হাস্পাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেলঘড়িয়া রেড ভলান্টিয়ার এর সেই মোবাইলের কলার টিউনের স্বার্থকতার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

স্বাস্থ্য দপ্তর থেকে মেসেজ পাঠিয়েছিলো কোভিড পজিটিভ। ৪৮ ঘন্টা অপেক্ষা করতে। কিন্তু শারিরীক অবস্থা অবনতি হওয়ার জন্য এম্বুলেন্স না পেয়ে তারা বেলঘড়িয়া রেড ভলান্টিয়ার সোশাল মিডিয়ায় যোগাযোগ করেন। ২৪ ঘন্টা অপেক্ষার পর ও সরকারি এম্বুলেন্স না পায় না, অরোবিন্দ হালদারের পরিবার।




অবশেষে খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই রেড ভলান্টিয়ার হাজির অটো নিয়েই। রেড ভলান্টিয়াররা সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খুশি রোগির পরিবাররা। পুরানো তৃনমুল করমি হলেও অরবৃন্দ হালদার এবং তার পরিবার রেড ভলান্টিয়ার দের সৌজন্যতায় খুশি চিকিৎসার সাহায্য পেয়ে।অরবৃন্দ বাবুর একটাই বক্তব্য, কোন দল নয়! চিকিৎসা চাই!!