সেই উপলক্ষ্যে বিভিন্ন শিল্পীর পেন্টিং, ভাস্কর্য ও তোলা ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। গত 28শে জুন দক্ষিণ কলকাতার বিড়লা অকাদেমিতে প্রায় 23 জন শিল্পীর
পেইন্টিং, ফোটোগ্রাফ ও স্কাল্পচার দিয়ে সাজানো এই প্রদর্শনীর আয়োজন করেছিল বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট মিঃ রজত পল (প্রধান মহাব্যবস্থাপক) ভারত সরকার মিন্ট কলকাতা। জনাব পঙ্কজ দত্ত আইপিএস (প্রাক্তন আইজি পশ্চিমবঙ্গ পুলিশ) চন্দ্রচূড়া ভট্টাচার্য
ভিন্ন মাধ্যম ও স্বাদের একশোটির’ও অধিক পেইন্টিং বিষয় বৈচিত্রের দিক থেকেও নজর কাড়ে।
মুম্বাই প্রবাসী স্বাগতা চৌধুরীর ছোট ফ্রেমের প্রায় চৌদ্দটি পেইন্টিং ভারতীয় কলার ধারা কে বহনের স্বাক্ষর রাখে।চিত্রকর-
স্বাগতা চৌধুরী (মুম্বাই) সহ
কৌশিক ঘোষ,চিরঞ্জিত পাল,শম্ভুনাথ জানা, সৈকত ঘোষ,সুমিত সাহা,সমীর চন্দ,সমীর আচার্য,প্রতাপ মজুমদার,অদিতি দে,রাজিব পল, পিলি মুখার্জি,সৌমেন দত্ত,রূপম,কুমার সাহা,সুদেব বিশ্বাস,অদ্রিজা মৈত্র,অমিত ব্যানার্জি,অভিজিৎ চক্রবর্তী,নন্দিতা মৃধা,বিদিশা চক্রবর্তী,সনেহেন্দু পাল,সোমা ভৌমিক,সুজাতা প্রমুখ।

স্বাগতা চৌধুরীর কথায়,
“প্রদর্শনীর আয়োজকরা তাঁর 14টি পেইন্টিং পছন্দ করেছে। প্রত্যেকে ৩ থেকে ৪টি পেইন্টিং প্রদর্শন করেন।”
ভাস্কর্যে ছিলেন সুমন্ত নাটক,পার্থপ্রতিম দাশগুপ্ত, অভিজিৎ দাস।