পুরনো কর্মীদের বঞ্চিত করে সাংগঠনিক পদে নতুন কর্মীদের জায়গা দেওয়া নিয়ে কিছুদিন আগেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল।দুঃখে-ক্ষোভে-রাগে তারা তিন দশক আগে নিজেদের হাতে গড়া পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছিল।মুছে দিয়েছিল পার্টি অফিসের দেওয়ালে আঁকা দলীয় প্রতীক পদ্মফুলের ছবি।

দক্ষিণ দমদমের এরকম প্রায় ১০ জন আদি কর্মী সহ মোট ৫০ জন পার্টি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছে।আজ বিকেল ৫ টায় দমদম স্টেশন সংলগ্ন ইন্দিরা ময়দানের সম্মুখে মন্ত্রী ব্রাত্য বসু’র হাত থেকে তারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেবে।




উপস্থিত থাকবেন দমদমের সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রবীর পাল, দেবাশিস ব্যানার্জি, গোপা পান্ডে সহ দমদম শহর (২) তৃণমূল কংগ্রেসের সভাপতি দয়াময় ভট্টাচার্য্য, দমদম শহর (২) তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সেনশর্মা।দমদম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।