সম্পত্তির বিবাদে জ্যাঠার ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন।
ঘটনাটি ঘটেছে নিউটাউনের সুলঙগুড়ি আটির মাঠে। খুনের পর ইকোপার্ক থানায় গিয়ে আত্ম সমর্পণ।
গোটা ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।
নিউটাউন ইকোপার্ক থানা এলাকার সুলঙগুড়ির আটির মাঠ এলাকায় কুপিয়ে খুন সাধন ঘোষকে (২৪)।
সকাল সাড়ে ১১ টা নাগাদ জ্যাঠার ছেলে মঙ্গল ঘোষ ছুরি মারে কাকার ছেলে সাধন ঘোষকে।
হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সাধন ঘোষ কে।
প্রাথমিক অনুমান সম্পত্তি বিবাদের কারণে এই খুন।গোটা ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।
খুন করার পর মঙ্গল ঘোষ ইকোপার্ক থানায় আত্মসমর্পণ করে।