বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত বাইরে থেকে অবৈধ অটো ঢুকে পড়ায় রাজপুর ইউনিয়ন থেকে আজ সকাল থেকেই অটো বন্ধ করেছে গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত।
এই নিয়ে মালঞ্চতে একটা মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় বাইরের অটো ঢুকলে আগামী দিনে অটো চালানো বন্ধ করে দেওয়া হবে।

এই বাইরে রুটের অটো বারুইপুর থেকে গড়িয়া এই রুটে ঢোকার জন্য অনেক অভিযোগ দায়ের করেছে এস ডি ওর কাছে আর টি ও কাছে ।
সোনারপুর থানার আইসি কাছে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ দায়ের করে ও এর সুফল পাচ্ছে না। যার কারণে আজকের এই রুটের অটো বন্ধ রাখে।




আগামী দিনে এই সুরাহা না মিললে বৃহত্তম আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় রাজপুর অটো ইউনিয়নের নেতারা।