নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে চুরির অভিযোগে এক গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল।ঘটনায় উত্তপ্ত ভাঙড়ের চিনেপুকুর এলাকা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের কাশীপুর থানা এলাকার চিনেপুকুর গ্রামে গ্যাসের ব্যবসায়ী মহিবুল মোল্লার বাড়ি থেকে প্রায় দুই লক্ষ্য টাকা চুরি যায়। অভিযোগ, সন্দেহ বসত মহিবুল মোল্লা দলবল নিয়ে পাশের পাড়ার আলি মোল্লার বাড়িতে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আট-দশ জন যুবক গিয়ে চিনেপুকুর লস্কর পাড়ার বাসিন্দা আলি মোল্লার বাড়ি যায়।অভিযোগ, আলি মোল্লা কে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।এর পাশাপাশি তার স্ত্রী সুফিয়া বিবি কে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

গণপিটুনিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুফিয়া।স্থানীয়রা উদ্ধার করে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।কয়েক ঘন্টার মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার খবর এলাকায় চাউর হতেই স্থানীয় রা উত্তেজিত হয়ে পড়েন।ঘটনাস্হলে কাশীপুর থানার পুলিশ।