বন্ধুদের নিয়ে দীঘায় গিয়েছিলেন হালিশহর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর (২৪) সুগম পাল। গতকাল দীঘায় স্নান করতে নেমে বাজ পড়ে মৃত্যু হয় পাশাপাশি নদীয়ার বাসিন্দা আরো এক বন্ধুর ও মৃত্যু হয়।

আজ মৃত যুবক সুগম পাল বাড়িতে গেলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। দীর্ঘক্ষণ কথা বললেন পরিবারের সাথে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। বিধায়ককে কাছে পেয়ে ভরসা পেলেন কিন্তু কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকজন।