রাজ্য বিজেপির নির্দেশে রাজ্য জুড়ে চলছে আর নয় অন্যায় শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসাবে বনগাঁ বিডিও অফিসের সামনে বুধবার ধর্ণায় বসল বনগাঁ উত্তর বিধানসভা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে।

রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর শারীরিক মানসিক নির্যাতন ও নারী নির্যাতনের প্রতিবাদে এই ধর্না।
রাজ্য মহিলা মোর্চার নির্দেশ অনুসারে বনগাঁ উত্তর বিধানসভা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে বনগাঁ বিডিও অফিসের সামনে এই ধর্ণা চলছে বলে জানিয়েছেন বারাসাত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর ভাস্বতী সোম। দুপুরর ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত চলবে এই ধর্ণা।




বাইট- ভাস্বতী সোম ( বারাসাত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর)