সাঁইথিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাবা ও ছেলের |
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০ টা নাগাদ সাঁইথিয়ার ছত্রী পাড়া, ১১ নম্বর ওয়ার্ডে ।
মৃতদের নাম রিক সিং ও গৌতম সিং। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছেলে রিক সিং এর গায়ে আগুন লাগার পর তাকে বাঁচাতে গিয়ে সেই আগুনে দগ্ধ হন বাবা গৌতম সিং ও।
যদিও আগুন লাগার কারণ এখনো স্পষ্ট ভাবে যায়নি।