গতকাল গভীর রাতে চোরেরা মন্দিরের তালা ভেঙে যাবতীয় সোনা ও রুপোর গয়না, রুপোর ঘট, কালী প্রতিমার রুপোর চাঁদোয়া, সোনার নারায়ন মূর্তি এবং প্রণামী বাক্সের টাকা লুট করে নিয়ে যায়।





সব মিলিয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা গয়না চুরি হয়। গ্রামবাসীরা শ্যামপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।








পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।