নিউটাউনে বালি বোঝাই লরি উল্টে গুরুতর আহত তিনজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। ঘটনাটস্থল ডিএলএফ ওয়ানের কাছে। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্র মারফত খবর, নিউটাউন ডিএলএফ ওয়ানের কাছে রাস্তায় একটি বালি বোঝাই লরি ব্যাক করতে গিয়ে ক্যালভার্ট ভেঙে উল্টে যায় অস্থায়ী হোটেল এবং লটারির দোকান এর ওপর উল্টে পড়ে লরি। সেই সময় হোটেলেই ছিল এক পৌড়া দম্পতি এবং এক লটারি দোকানের দোকানদার গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, লরির ড্রাইভার পলাতক গাড়িটিকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।