আজ সকাল বেলায় ঘুনি থেকে গড়িয়া রুটের বাসের কেষ্টপুরে আগুন লেগে যায়।
উল্টোডাঙ্গা গামীলেনে শর্ট সার্কিটটের জেরেই বাসে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আধ ঘণ্টার মধ্যেই গোটা ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন যদিও দমকল আসার আগেই গোটা বাসে আগুন লেগে গিয়েছিল। কোনো হতাহতের খবর নেই।