২০২১ সালে নতুন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী ।
আগামী ১০ June অর্থাৎ বৃহস্পতিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা ” আগুনের আংটি ” বা “ring of fire” এর মত দেখতে লাগবে, সে কারণে বলয়গ্রাসও বলা হয়ে থাকে। আকাশ পরিষ্কার থাকলে এই সূর্যগ্রহণ ভারতে কিছু অংশ থেকে আংশিক দেখা যাবে ।
পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন চাঁদ কিছু সময়ে জন্য সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন পৃথিবী থেকে কোনও ভাবেই সূর্যকে দেখা যায় না, মহাজাগতিক এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে।
এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে এবং শেষ হবে ভারতীয় সময় ৬টা ৪১ মিনিটে।
তবে সূর্যগ্রহণের সময় কোনও ভাবেই যাতে আকাশের দিকে খালি চোখে না তাকানো হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। রাশিয়া, ইউরোপ,উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা এবং আফ্রিকা কিছুটা অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ।
১০ জুন সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী।
২০২১ সালে আরও একটি সূর্যগ্রহণ রয়েছে। ফের একবারপূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাক্ষী থাকবে গোটা বিশ্ব,সেটা হবে ৪ ডিসেম্বর ।