আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা সকলেই কম বেশি google photos ব্যাবহার করি ,
অনেকসময় নিজের অজান্তেই ডিলিট করে ফেলি অনেক গুরুত্বপূর্ণ ছবি । কিভাবে সেই ছবি ফিরিয়ে আনা যায় দেখে নিন ।
1. এন্ড্রোইড ফোনে গুগল ফটোস অ্যাপ ডাউনলোড করা থাকে |
2. গুগল ফটোস অয়পে আমাদের ফোনের ফটো ও ভিডিও র ব্যাকআপ করে রাখে |
3. গুগল ফটোস ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে ফোনে নিজে থেকেই ফটো ব্যাকআপ করে রাখে |
বর্তমানে একটি স্মার্টফোনে প্রচুর ফিচার ও মোবাইল অ্যাপ থাকে যা ব্যবহার করতে গিয়ে আমরা বুঝে উঠতে পারিনা যে কখন ফোনের মেমরি ফুল হয়ে যায় | একটি ফোনে ফটো, ভিডিও,গেম, ও বিভিন্ন ডকুমেন্টসহ আরো বহু জিনিস থাকে | তার মধ্যে ফোনে আমাদের বিভিন্ন জরুরি ফটো বা ডকুমেন্ট সেভ করা থাকে |
তবে অনেক সময় আমরা অজান্তে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে দিই | কিন্তু তখন আর কিছুই করার থাকে না | কিছু বছর আগেও ডিলিট করা ছবি ফেরত আনা সহজ ছিলো না | কিন্তু এখন তা কোনো ব্যাপার না |
তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডিলিট হওয়া ফটো রিকভার করা যাবে |
প্রায় সব এন্ড্রোইড ফোনে গুগল ফটোস অয়াপ থাকে | এই অয়াপটি ফোনের ফটো ও ভিডিওর ব্যাকআপ রাখে | কিন্তু তার জন্য ব্যাকআপ ফিচার অন রাখতে হবে| তাহলেই ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে ফোন নিজে ফটো ব্যাকআপ করে রাখবে | যদি ফোন থেকে কোনো ফটো ডিলিটও হয়ে যায় সেটিও গুগল ফটোস এ পাওয়া যাবে | এই অ্যাপ ফোন এবং কম্পিউটার দুটোতেই ব্যবহার করা যায় |
কিভাবে GOOGLE PHOTOS থেকে ফটো বা ভিডিও রিকভার করা যাবে :
1. প্রথমে এন্ড্রোইড ফোনে এ গুগল ফটোস অয়াপটি খুলতে হবে |
2. যেই ফটোকে রিস্টোর করতে চান সেটাকে কিছুক্ষন প্রেস করে রাখতে হবে |
3. তারপর রিস্টোর অপশনে ক্লিক করতে হবে |
4. এবার ফটো ফোনের গ্যালারিতে ফিরে আসবে |
মনে রাখতে হবে যে ডিলিট করা ফটো মাত্র এক মাসের মধ্যেই রিকভার করা যাবে ।