বিধানসভার নির্বাচনের দিনক্ষন দোড় গোড়ায় কড়া নাড়ছে। রাজনৈতিক দল গুলোর তৎপরতা মিটিং, মিছিল কর্মীসভা চলছে। বিগত বছর গুলোর তুনায় এবছরের নির্বচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে করার চ্যালেঞ্জ তুঙ্গে।
প্রশাসনের তৎপরতা বেড়েছে। নির্বাচন প্রক্রিয়ার বিধি আরো কিছু পরিবর্তন হতে পারে প্রশাসন সূত্রে খবর।
প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই নজরদারি শুরু হয়েগেছে হুগলী জেলার বিভিন্ন জায়গায়।
এলাকার ভোটারদের ভয় দেখালে থানায় অভিযোগ জানান কথা বলছেন প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে এবং পথ চলতি সাধারন মানুষের সাথে কথা বলতেও দেখা যায় পুলিশকে।
আজ হুগলীর জেলার মগড়া থানার সহ বেশকিছু থানার এলাকায় রুটমার্চ করেন পুলিশ । পুলিশের কর্তারা ভোটারদের জানান আপনারা সবাই ভোট দিতে যাবেন ।
ভয় পাবেন না, কেউ ভয় দেখানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশের সাহায্য নেবেন।
এক দিকে রাজনৈতিক দল বদলের খেলা চলছে পাশাপাশি বিধানসভা ভোটে দিনক্ষণ দোড় গোড়ায় কড়া নাড়ছে তার আগেই পুলিশের রুটমার্চ।
এবারের ভোট যুদ্ধের পারদ অনেকটাই বেশী বলে মনে করছেন রাজনৈতিক মহল।