এদিন সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের সাফাই কর্মী ভরত ডোমকে টিকা দেওয়া হয়। জলপাইগুড়ি জেলায় করোনার টিকাকরন কর্মসূচী শুরু হল।এদিন জলপাইগুড়ি জেলার ৫ টি জায়গায় কোভিডের ভ্যাকসিন দেওয়ায় কাজ শুরু হল।

আজ জলপাইগুড়ি জেলায় ভ্যাকসিন দেবার জন্য ৫ টি কেন্দ্রে ১০০ জন করে মোট ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক। তিনি বলেন আমাদের জেলায় প্রথম সারির কোরোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার, ধুপগুড়ি, ওদলাবাড়িতে আজ কোরোনার টিকা দেওয়া হচ্ছে। আমরা ধাপে ধাপে টিকা দেব।




এদিন সদর হাসপাতালের সাফাই কর্মী ভরত ডোম জানান আমি প্রথম টিকা নিতে পেরে ভালো লাগছে।কোরোনার মধ্যে জীবনের বাজি রেখে কাজ করেছি।আজ টিকা পেলাম ভালো লাগছে।কোন সমস্যা হচ্ছে না।




এদিকে সদর হাসপাতালের ডাক্তার সুদেষ্ণা চৌধুরী, তানিয়া ব্যানার্জি জানান ভালো লাগম টিকা নিতে পেরে। কারন কোরোনার সময় কাজ করেছি।আজও কাজ করছি।আশা রাখছি সব ভালোই হবে।এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের কোরোনার টিকা কেন্দ্রে আসেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু সহ অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল।