শুক্রবার পুলিশি নিরাপত্তার মধ্যেই অ্যাম্বুলেন্সে করে আনা হলো করনা ভ্যাকসিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছেন করনা যোদ্ধাদের প্রথম পর্যায়ে করনা ভ্যাকসিন দেয়া হবে।

কথা মতোই রাজ্যে আগেই চলে এসেছে করোনা ভ্যাকসিন|এবার শুক্রবার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌছালো করোনা ভ্যাকসিন।
প্রথম পর্যায়ে 540 টি ভ্যাকসিন আনা হল হাবরা হাসপাতালে শনিবার থেকেই শুরু হবে করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ।
করোনা যোদ্ধাদের দিয়েই প্রথম শুরু হবে ভ্যাকসিন দেওয়ার কাজ,এরপর ধীরে ধীরে সাধারণ মানুষদের কেও করোনা ভ্যাকসিন দেওয়া হবে।