দুদিন আগে বারাসাত 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 22 বছরের এক যুবক বারাসাত ব্যারাকপুর রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপরে ওই যুবককে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায় পরিবার।
গত দু’দিনের মধ্যে একবার অস্ত্রোপচার করতে হয়। ফলে নার্সিংহোমে বিলের পরিমান বাড়তে থাকে। অসহায় হয়ে আহত যুবকের পরিবার যোগাযোগ করে বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অশনি মুখার্জির সাথে।

অশনি মুখার্জিকে তারা জানায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পাওয়ার জন্য ফর্ম জমা দিয়েছেন । সেই সূত্র ধরে অশনি মুখার্জির তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেয়।




আজ আবারো দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন যুবকের বাবা-মা।




আজ থেকে স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় ছেলের চিকিৎসা হবে, আনন্দিত যুবকের বাবা-মা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে এবং অশনি মুখার্জির এই সহায়তায়।