ভর সন্ধ্যেবেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো হৃদয়পুর বেঙ্গল কেমিক্যাল পুকুর সংলগ্ন এলাকায়। বছর কুড়ির সংযুক্তা রায় টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেইসময়ই এক ছিনতাইবাজ যুবক বাড়ির কাছেই অন্ধকারে সুযোগ নিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগকারিণীর অভিযোগ, রাত ন’টার কিছুটা আগে টিউশন থেকে পড়ে ফেরার সময়, বেঙ্গল কেমিক্যাল পুকুরের কাছে পিছন থেকে এক যুবক এসে হাতে থাকা মানিব্যাগ ও মোবাইল নিয়ে টানাটানি শুরু করে. সেই মুহূর্তে এক প্রকার ভয় পেয়ে পেয়ে যায় এবং মানিব্যাগ ও মোবাইল ছেড়ে দিলে ওই যুবক পালিয়ে যায়. চিৎকার শুনে পাড়ার ছেলেরা ছুটে আসে এবং
ঘটনার বিবরণ দিলে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে পাড়ার যুবকেরা। অভিযোগকারিণীর অভিযোগ, মোবাইল ফোন পাওয়া গেলেও মানিব্যাগ সে পায়নি। এরপর বারাসাত থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করেছে