সরকারি চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ, প্রকাশ্যে আনলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে গ্রেফতার অভিযুক্ত তান্ত্রিক।
অভিযোগ, শারীরিক সমস্যা দূর করা ও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত একবছর ধরে ২৩ বছরের তরুণীকে ধর্ষণ করে বছর পঞ্চাশের ওই প্রৌঢ়।
বেনিয়াপুকুর থানার এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
গতকাল গোপালনগর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।