গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার।
ঘটনাটি ঘটেছে সাগরদীঘি থানার কাবিলপুর এলাকায়। ধর্ষণ করে খুন অভিযোগ মৃতার পরিবারের।
মৃতার পরিবারে দাবি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো ওই কিশোরী অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় নি।
https://www.todaybengal.co.in/country/formar-president-pranab-mukherjee-passes-away/
স্থানীয়রা আজ সকালে জঙ্গলে তাকে পরে থাকতে থাকতে দেখে স্থানীয়রা। কিশোরীকে উদ্ধার করে সাগরদীঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।