নিজস্ব প্রতিনিধি: দিদির সম্মান বাঁচাতে খুন হতে হয়েছিল ভাইকে। বারাসাত 2011 সালে কাছারি ময়দান সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছিল মৃত রাজীব দাস খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল মনোজিৎ বিশ্বাস সহ দুই যুবক। অবশেষে কোর্টের রায় যাবজ্জীবন জেল দেয় ওই দুই অভিযুক্ত কে।
গতকাল মঙ্গলবার মেদিনীপুর সেন্ট্রাল জেলে থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই ঘটনার দুই যুবক। বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি ত্রিগুণা রায় সহ অন্যান্য অফিসারের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে আজ সন্ধ্যেবেলা কাঁচরাপাড়া কাঁপা চারাপুল সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে খুনের একজন অভিযুক্তকে মনোজিৎ বিশ্বাস কে। অপর অভিযুক্ত এর খোঁজ চালাচ্ছে বীজপুর থানার পুলিশ।