পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে কোটি টাকার প্রতারণা, প্রতারণার অভিযোগ গ্রেফতার এক মহিলা নাম কাকলি বিশ্বাস ।
(জামশেদ পুর)গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ, আজ বিধান নগর কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর ,২৯/০৫/২০২০ তারিখে প্রাক্তন এই এ এস অফিসার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে যে তার মেয়ের জন্য পাত্র চাই সেই কারণে ওই পত্রিকায় বিজ্ঞাপন
বৃহস্পতিবার সাত সকালে অচমকা ভেংগে পড়ল গাছ,বড় সড় বিপদের হাত থেকে এবার রক্ষা পেল।
দেখে সেখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।এর পর বিভিন্ন ছেলেদের ছবি পাঠাতো তার মধ্যে যাকে পছন্দ হতো তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে দিত না।
বলা হতো যে তার জন্যে প্যাকেজের টাকা দিতে হবে।এর পরে অভিযুক্ত তার ফোন দিয়ে দুজনের মধ্যে কথা বলাতো কনফারেন্স এর মাধ্যমে।
তাদের বিশ্বাস অর্জন করে টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখতো না।এর পর প্রতারিত হয়েছে বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে।
তিনশো বছরের পুরনো প্রাননাথ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়িটি, গতকাল রাতে ভেঙে পড়ে বাড়ির একাংশ
সেই ভিত্তিতে গতকাল কেষ্টপুর থেকে গ্রেফতার করে কাকলি বিশ্বাসকে।জিজ্ঞাসাবাদ করে জানা যায় ফেসবুক থেকে বিভিন্ন ছেলেদের ছবি ডাউনলোড করে সেই ছবি পাঠাতো।
এর পাশাপাশি এর সঙ্গে বেশ কিছু পরিচারিকাকে টাকা দিয়ে মা সাজিয়ে কথা বলাতো।
আজ ধৃতকে বিধান নগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কে কে জড়িত সেই বিষয়ে খতিয়ে দেখবে সাইবার ক্রাইম থানার পুলিশ।