দিন-দুপুরে বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হলেন ইছাপুর মায়া পল্লীর বাসিন্দারা গোবিন্দ দাস ওরফে নেপাল। মায়া পল্লী এলাকার নেপাল এবং গোপাল এই দুই ভাই এলাকার খুবই জনপ্রিয় । বহুবার বহু কেসে জেল খেটেছেন। পরবর্তীকালে গোপালের মৃত্যুর পর তার স্ত্রী নির্দল কাউন্সিলর হিসেবে এলাকার থেকে জয়লাভ করে এবং পরে তৃণমূল দলে যোগদান করে।
যদিও নেপাল অবশ্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। তাকে কে বা কারা গুলি করলো তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানা পুলিশ।সূত্রের খবর নেপালের মাথার কাছে গুলি লেগেছে, প্রথমে তাকে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এই মুহূর্তে নেপাল কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।